ইউনিয়নবীজাগার,মুরাদনগর, কুমিল্লা ।
১) কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্যাদি জানতে ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তার পরার্মশ নেন অথবা কৃষি অফিসে যোগাযোগ করুন।
২)ফসলের নতুন উফশী ও হাইব্রিড জাত সর্ম্পকে জানতে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।
৩)সার বীজ ও অন্যান্য কৃষি উপকরন সহজে পেতে নিকটস্থ সার ও বীজ ডিলারদের দোকানে আসতে হবে।
৪) কৃষি বিষয়ক যাবতীয় পরার্মশ ও সেবা পেতে ইউনিয়ন কমপ্লেক্সে অবস্থিত কৃষি তথ্য ও পরার্মশ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
৫)ফসলের পোকা ও রোগ প্রতিকার প্রতিরোধে পরার্মশ পেতে এসএএও গনের সহায়তা নিতে হবে।
৬)ফসলের সার প্রয়োগের মাত্রা ও সার প্রয়োগের সময় জানতে এসএএও গনের সহায়তা নিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস